তীব্র যন্ত্রণা থেকে বাঁচতে এবার নিজের হাতের দুটি কব্জি থেকে কেটে বাদ দিতে চান বাংলাদেশের বৃক্ষমানব আবুল বাজানদার। ক'দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ডাক্তারদের এমনটিই অনুরোধ করেছেন এই বৃক্ষমানব। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ' বর্তমানে বার্ন ইউনিটের একটি কেবিনে আছি। হাতের শেকড়গুলো বেড়ে আবার আগের মতো হয়ে গেছে। এখন ডাক্তার স্যারেরা বলেছেন, আবারো অপারেশন করে এগুলো কেটে বাদ দেবেন।কিন্তু সেটা স্থায়ী সমাধান নয়। আমি ডাক্তার স্যারদের বলেছি, এভাবে বারবার অপারেশন করা সম্ভব না। আমার বাচ্চাটা বড় হচ্ছে। তাকে স্কুলে ভর্তি করিয়েছি। তার একটা ভবিষ্যত আছে। তাছাড়া আমার এই হাত দুটো কোনো কাজেই আসছে না। এ হাত দিয়ে আমি কিছু করতে পারছি না। বরং উল্টা শারীরিক যন্ত্রণা ভোগ করছি। বরং আমার হাত দুটো কব্জি থেকে কেটে বাদ দিয়ে দেন। তাহলে আমি একদিকে যেমন যন্ত্রণার হাত থেকে বাঁচতে পারবো। একই সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো।'