কেরালায় একটি মোরগ বিক্রি হল এক লাখ ১০ হাজার টাকায়। কেরালার কোট্টায়ামের একটি চার্চে নিলামে এই অবিশ্বাস্য দাম ওঠে মোরগের। সেন্ট জর্জ জ্যাকোবিট সিরিয়ান অর্থোডক্স চার্চে প্রতি বছর একটি মোরগ নিলাম হয়। প্রথা অনুযায়ী, চার্চে উৎসবের সময় এলাকার মানুষ সেখানে রুটি ও মোরগ দান করেন। মোরগ রান্না করে রুটির সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে চার্চ। কিন্তু একটি মোরগ রেখে দেওয়া হয়। সেটিকে বলা হয় ‘পন্নুম কোঝি’। এটিকেই নিলামে তোলা হয়। যে সবচেয়ে বেশি দাম দেন তিনিই পান এই মোরগ। মনোজ জোসেফ নামে কোট্টায়ামেরই এক বাসিন্দা এক লাখ ১০ হাজার রুপিতে মোরগটি কিনে নেন।