মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটাকে জয় করা পর্বতারোহীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর চূড়ায় উঠতে গিয়ে এ পযন্ত প্রায় ৩০০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। সম্প্রতি এভারেস্টের বরফ ক্রমে গলছে। আর তাতে এতদিনে এভারেস্টের বুকে আটকে থাকা লাশগুলোই বেরিয়ে আসছে একের পর এক। দ্রুতহারে বরফ গলে গিয়ে এ বিপুলসংখ্যক লাশ বের হতে দেখে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি এ লাশগুলো উদ্ধার করতেও হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। এভারেস্টে প্রথম আরোহণের চেষ্টা শুরু হওয়া থেকে এ পর্যন্ত মারা যাওয়া প্রায় ৩০০ পর্বতারোহীর লাশ অবশ্য উদ্ধার করা সম্ভব হয়নি। দুই-তৃতীয়াংশ লাশই বরফের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। সে লাশগুলোই এখন বেরিয়ে আসছে। সবচেয়ে বেশি লাশ বেরিয়ে আসছে নেপালের অংশের খুম্বু হিমবাহ গলে।এ ছাড়া, ‘সাউথ কোল’ এও লাশ দেখতে পাওয়া যাচ্ছে। পর্বতের চিনা অংশ দিয়ে উত্তরে সরিয়ে নেওয়া হচ্ছে পর্বতারোহীদের এ লাশহগুলো।