ক্রমে পশ্চিমবঙ্গের মানুষের বিদেশ ভ্রমণের প্রিয় গন্তব্যস্থল হয়ে উঠছে বাংলাদেশ৷ বিদেশ সফরের স্বাদ নিতে এখন বাঙালিরা ব্যাংকক, পাতায়ার পাশাপাশি বাংলাদেশেও যাচ্ছেন ৷
রাজনৈতিক অস্থিরতা আর জঙ্গি হামলার জেরে বেশ কিছুমাস মন্দা গিয়েছিল বাংলাদেশের পর্যটন শিল্প। এখন অবশ্য পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আতঙ্ক কাটিয়ে অন্যান্য দেশের পর্যটকদের মত পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে বাংলাদেশ ভ্রমণের আগ্রহ বাড়ছে। বিমান ও সড়কপথের পাশাপাশি জলপথেও যোগাযোগ বাড়ছে৷ দুই বাংলার সাংস্কৃতিক মিলও এক্ষেত্রে বড় অনুঘটক। তাই বাংলাদেশে পশ্চিমবঙ্গের পর্যটকের সংখ্যা ক্রমশ বাড়ছে৷ প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ও পয়লা বৈশাখের মত গুরুত্বপূর্ণ দিনে পশ্চিমবঙ্গের পর্যটকদের কাছে বাংলাদেশ ভ্রমণ এখন অন্যতম পছন্দ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বাংলাদেশে ভিসা পাওয়া এখন সহজ হয়েছে৷ ভারতের অন্যান্য রাজ্যে ঘুরতে যেতে যে খরচ হয়, তা দিয়ে সহজেই বাংলাদেশে ঘুরে আসা যায়৷ এই ভাবনা থেকেই পর্যটকের সংখ্যা আগের বছরগুলোর তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে৷