আইপিএলের আগামী মরশুমে থাকছেন না ভারতীয় দলের সেরা দুই পেসার জসপ্রীত বুমরাহ আর ভুবনেশ্বর কুমার? হ্যাঁ, খবরটা সত্যি হতে পারে। এই দুজনকে আইপিএলে খেলতে না দেওয়ার জন্য অনুরোধ করেছেন স্বয়ং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু কেন?
আইপিএলের আগামী মরশুমটি শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে, শেষ হতে হতে মে মাসের তৃতীয় সপ্তাহ। এদিকে ৩০ মে থেকেই শুরু বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট বিশ্বকাপ। এমন গুরুত্বপূর্ণ এক টুর্নামেন্টের আগে দলের সেরা দুই পেসারকে বিশ্রামে রাখা দরকার বলেই মনে করছেন কোহলি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে এই জন্য অনুরোধও করেছেন কোহলি। শোনা যাচ্ছে, ৩০ বছর বয়সী ভারতীয় অধিনায়ক এই প্রস্তাবটি তুলেছেন সাম্প্রতিক এক বোর্ড সভায়। যেখানে ছিল সুপ্রীম কোর্টের নিয়োগ করা কমিটি এবং ভারতীয় ক্রিকেটার কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, কোচ রবি শাস্ত্রী এবং প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।