মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন লিওনেল মেসি। মূলত বয়স ধরে রাখার জন্যই এই সিদ্ধান্ত নিয়ছেন বার্সা তারকা। বার্সার প্রাক্তন কর্তা চার্লি রেক্সাসও একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মেসি এত পিৎজা খেয়েছে যা তার উচিত হয়নি।’ কারণ মেসির ক্যারিয়ারের শুরুতে বেশির ভাগের দুশ্চিন্তা ছিল একটি ব্যাপার নিয়ে। তাঁর খাদ্যাভ্যাস। অপরিমিত ফাস্ট ফুড আর ড্রিংকসের জন্য কেরিয়ারের শেষ দিকে মেসি তাঁর ফর্মটা সেভাবে টানতে পারবেন না বলেই ভেবেছিলেন কোচরা। নিজের এই বদঅভ্যাসটা পরে ধরতে পেরেছেন মেসি, ‘আঠারো কিংবা উনিশ বছর বয়সে আপনি যা খেতে পারবেন সাতাশ বছর বয়সে তা পারবেন না।’