ভূমিকম্পের কবলে এবার ছোট্ট দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে। বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প আছড়ে পড়ছে এই দ্বীপে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৩।
স্থানীয় সময় সকাল সাতটায় ভূমিকম্প অনুভূত হয়। এরপর আফটার শক আরো কাঁপিয়ে কোলে পাপুয়া নিউ গিনিকে। এ ব্যাপারে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, নিউ ব্রিটেন দ্বীপের দক্ষিণ পশ্চিম শহর রাবাউলের থেকে ২০০কিমি দূরে ভূমিকম্পের উৎপত্তি হয়। এর গভীরতা ছিল ৪০ কিমি।
প্রথমে ৭.৩ রিখটার স্কেলের ভূমিকম্পের পর তা ফের কমে হয় ৭ রিখটার স্কেল। তবে এখনো তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পারে তা প্রত্যাহার করা হয়।