ওয়ান ডে সিরিজের ধারাবাহিকতা বজায় রেখে টি২০ সিরিজের প্রথম ম্যাচেও জয় দক্ষিণ আফ্রিকার। দুর্বল প্রতিপক্ষ জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৪ রানে জয় তুলে নিল তারা। প্রোটিয়াদের ১৬০ রানের জবাবে ১২৬ রানেই শেষ জিম্বাবোয়ের ইনিংস। ২৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়ক তারকা লেগস্পিনার ইমরান তাহির। অভিষেকে নজর কাড়লেন প্রোটিয়া ব্যাটসম্যান ভ্যান ডার ডাসেন।
বাফেলো পার্কে মঙ্গলবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অভিষেকেই এদিন অর্ধশতরান করেন ভ্যান ডার ডাসেন। তাঁর ৪৪ বলে ৫৬, মিলারের ৩৪ বলে ৩৯ এবং অধিনায়ক ডু প্লেসির ২০ বলে ৩৪ প্রোটিয়াদের দেড়শোর গন্ডি পেরোতে সাহায্য করে।