পিএসজি দলে এখন একদিকে জোট বেঁধেছে নেইমার-এমবাপ্পে, অন্যদিকে একা কাভানি। প্রথম দুজন খেলতে চান না কাভানির সঙ্গে। এবার এখনও পর্যন্ত নেইমার প্রতি ২০০ বলে কাভানিকে পাস দিয়েছেন মাত্র একটি। শতকরা হিসেবে যা এক শতাংশেরও কম। আর উরুগুইয়ান স্ট্রাইকারকে এমবাপ্পে পাস দিয়েছেন ৫ শতাংশ।
সেখানে নেইমার-এমবাপ্পের জুটিটা জমেছে দারুণ। এমবাপ্পেকে ২৫ শতাংশ পাস দিয়েছেন নেইমার। আর ফরাসি ‘বন্ধুর’ কাছ থেকে ৩১ শতাংশ পাস পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।