মোবাইল ফোনে অনেকেই ছবি তুলতে পছন্দ করেন । কিন্তু সে ছবি ডিএসএলআর এর মত পরিষ্কার হয় না। যদিও বর্তমান সময়ে সেই ধারণা ক্রমে বদলে যেতে চলেছে। বিশেষ একটি পদ্ধতি অবলম্বন করলে মোবাইলেই তুলতে পারবেন আকাশে ঝকঝকে একাধিক নক্ষত্রের ছবি। এর জন্য প্রথমত, অবশ্যই মোবাইলকে স্থির ভাবে বসানো প্রয়োজন। যার জন্য দরকার একটি ট্রাইপডের।দ্বিতীয়ত, আকাশে তারার ছবি তুলতে হলে ঘন অন্ধকারে ঢাকা জায়গা প্রয়োজন। তৃতীয়ত, অ্যানড্রয়েড বা আইফোনে Camera FV-5, Candy Camera কিংবা ProCamera-র মতো ফটোগ্রাফি অ্যাপ ডাউনলোড করতে হবে৷ চতুর্থত, অ্যাপটি খুলে তার ম্যানুয়্যাল ফোকাস অপশন চালু করতে হবে।শার্টার স্পিড যতটা সম্ভব বাড়াতে হবে এবং আইএসও লেভেলকে ৪০০ থেকে ৮০০ নিয়ে যেতে হবে। এরপর, তারার দিকে ফোকাস করে ছবিটি তুলুন। নিশ্চিতভাবে সেই ছবি হার মানাবে ডিএসএলআর-এর ছবিকেও।