আজকাল আমরা বাজারে কিংবা অনলাইনে কম টাকা দিয়ে ভালো বিউটি পণ্য কিনতে চাই। সৌন্দর্য্য প্রিয় নারীদের প্রিয় সঙ্গী এখন লিপস্টিক, নেইলপলিশ, কাজল ইত্যাদি বিভিন্ন সৌন্দর্য্যবর্ধক পণ্য। যা প্রাই প্রত্যেক মাসেই কিনতে হয় আপনাদের। কিন্তু পণ্যটি কেনার পরে ঘরে ফিরে প্রাই দেখি যে যেমন রিভিউ দেখেছিলাম মোটেও তেমন্ নয়। তখন রাগটা নিজের প্রতিই বেশি হয়। তাই জেনে নিন কিভাবে চিনবেন আসল নকল বিউটি প্রোডাক্টস।
১. প্যাকেজিং এর দিকে নজর দিন :
আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন তার প্যাকেট ও লোগোর অবস্থান ঠিক আছে কিনা দেখে নিন। আসল ম্যানুফেকচারিং কোম্পানির সমস্ত প্রোডাক্ট একই রকমের হয়। তাই কেনার আগে ভালো করে চোখ বুলিয়ে নিন।
২. অনুমোদিত বিক্রেতার কাছ থেকে পণ্য কিনুন :
দোকান বড় হলেই যে পণ্য নির্ভেজাল হবে তা কিন্তু নয়। আপনি যে ব্র্যান্ডের পণ্য কিনতে যাচ্ছেন তাদের অফিসিয়াল সাইটে প্রবেশ করে দেখে নিন আপনার কাছাকাছি কোথায় তাদের নুমোদিত বিক্রয়স্থল রয়েছে। সেইসব জায়গা থেকে পণ্য কিনুন তাতে সহজেই নকলের হাত থেকে বাঁচতে পারবেন।
৩. রং খেয়াল করুন:
নকল প্রোডাক্ট যেমন আই শ্যাডো, ব্লাশ, লিপস্টিক এবং পাউডার একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে আসল পণ্যের মত একই রঙের হয় না। ম্যানুফেকচারিং কোম্পানির সাইটে গিয়ে আগেই রং গুলো ভালো করে দেখে নিন।
৪. সিরিয়াল নাম্বার এবং ম্যানুফেকচারিং তথ্য চেক করুন:
আপনি যে প্রোডাক্টটি কিনছেন তার প্যাকেটের সিরিয়াল নাম্বার এবং ভেতরের পণ্যের সিরিয়াল নাম্বার মিলিয়ে নিন। নকল পণ্যে সিরিয়াল নাম্বার মিস থাকে। উৎপাদন তারিখ এবং মেয়াদ দেখে নিন আসল পণ্যে সব দেওয়া থাকে।