রাজস্থানের স্টেট সিড করপোরেশনের চেয়ারম্যান ও বিজেপি নেতা প্রকাশ্যে প্রস্রাব করছেন এমন ফটো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘদিনের অভ্যাস মতো পথচলতি মানুষরা যেমন রাস্তার ধারে দাঁড়িয়ে প্রস্রাব করে থাকেন তসেই অভ্যাস থেকেবেরতে পারেননি রাজস্থানের স্টেট সিড করপোরেশনের চেয়ারম্যান ও বিজেপি নেতা শম্ভু সিংহ কাতেসার। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের বাস্তবায়নে উদ্যোগ নেয় এই নেতা নিজেই বিতর্কের মধ্যে পড়েছেন। তবে বিতর্ককে আরো উস্কে দিয়েছে তার প্রস্রাব করার স্থান নিয়ে। যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখে গেছে সামনের দেয়ালে রয়েছে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার পোস্টের। আর তার সামনে দাঁড়িয়েই ত8নি প্রাকৃতিক কাজ সারতে ব্যস্ত। যদিও তিনি স্বীকার করেছেন যে দেয়ালের ধারে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন তবে বসুন্ধরার ছবির সামনে নয় বলে দাবি করেছেন। কিন্তু কি করে একজন দায়িত্বশীল নেতা এভাবে প্রকাশ্যে রাস্তায় প্রস্রাব করতে পারেন তা নিয়ে রাষ্ঠানের রাজনৈতিক মহলে এখন সরগরম। সেখানে সামনে বিধানসভার নির্বাচন। তার আগে বিজেপি নেতার এই কান্ড অস্বস্তিতে ফেলতে পারে।