গ্রেটার নয়ডার বেসরকারি সারদা বিশ্ববিদ্যালয়ে এবার কাশ্মীরি ছাত্রকে মারধরের ঘটনা ঘটল। জানা গেছে মারপিটে জড়িয়ে গেছিল একদল ভারতীয় ও আফগান ছাত্র। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় তিন আফগান ছাত্র এক ছাত্রকে মারছে। এরপর ভারতীয় ও আফগান ছাত্রদের মধ্যে ব্যাপক মারপিট হয়।
এরপর সোশ্যাল মিডিয়ায় গণ্ডগোলের দৃশ্য পোস্ট করার অভিযোগে এক কাশ্মীরি ছাত্রকে মারধর করে ভারতীয় ছাত্ররাই। এই গণ্ডগোলের জেরে আপাতত ক্লাস বন্ধ। তবে কাশ্মীরি ছাত্রকে মারধরের ঘটনায় পুলিশ ৩৫০ জন ভারতীয় ও আফগান ছাত্রকে আটক করেছে।
তবে ভারতীয় ও আফগান ছাত্রদের মধ্যে মারপিটে এক ভারতীয় ছাত্র জখম হওয়ায় হাসপাতালে ভর্তি।অন্যদের সামান্য চোট লেগেছে। এই ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রকে সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে নলেজ পার্ক থানায় এফআইআর ডায়েরি করা হয়েছে।