রোবটের ব্যবহারের জন্য আগামী ২০২২ সালের মধ্যে বিশ্বে সাড়ে সাত কোটি মানুষ কাজ হারাতে পারে।
সুইজারল্যান্ডভিত্তিক পলিসি রিসার্চ সংস্থা ‘ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ ডাভোসে তাদের বার্ষিক সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করেছে।। রিপোর্টটিতে বলা হয়েছে, রোবট এবং এলগরিদমের কারণে এখনকার বিভিন্ন কাজের উৎপাদনশীলতা অনেকগুণ বেড়ে যাবে। কিন্তু কাজ হারাবে প্রায় সাড়ে সাত কোটি মানুষ। তবে একই সময়ে নতুন প্রযুক্তির কারণে তৈরি হবে ১৩ কোটি ৩০ লাখ নতুন কর্মসংস্থান।
ডাটা এনালিস্ট, সফটওয়্যার ডেভেলপার, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট- এধরণের কাজ প্রচুর বাড়বে। হিসাব রক্ষক প্রতিষ্ঠান, কারখানা থেকে শুরু করে পোস্ট অফিস, ক্যাশিয়ারের কাজ—রোবট এসে দখল করে নেবে এসব কাজ। এই বিরাট পরিবর্তনের মুখে কর্মীদের নতুন কাজের প্রশিক্ষণ নিতে হবে, নতুন দক্ষতা অর্জন করতে হবে।