উচ্চ শিক্ষিতরা যে চাকরি পারছে না তার উজ্জ্বল সাক্ষী তেলেঙ্গানা। তেলেঙ্গানার ভিলেজ রেভিনিউ অফিসার পদে আবেদন জমা পড়েছে প্রায় ১০ লাখ। দ্বাদশ শ্রেণীর যোগ্যতা লাগে এই পরীক্ষায় বসতে। কিন্তু দেখা গেছে তাতে প্রায় ১০০০ জন পিএইচডি ও এমফিল প্রার্থী আবেদন করেছেন। আর পোস্ট গ্রাজুয়েট ও ইঞ্জিনিয়ারের সংখ্যা লক্ষাধিক। বিষয়টি এখন তেলেঙ্গানা জুড়ে হই চই ফেলে দিয়েছে। এ ব্যাপারে তেলেঙ্গানা পি এস সির চেয়ারম্যান ঘণ্টা চাকরাপানি বলেছেন, এটা অপ্রত্যাশিত।
জানা গেছে মাত্রা ১৫ হাজার টাকা মাইনের এই চাকরিতে আবেদন করেছেন ৩৭২ জন পিএইচডি ও ৫৩৯ জনএমফিল, দেড় লাখ পোস্ট গ্রাজুয়েট ও দু লাখ ইঞ্জিনিয়ার।